পরিহাস - Porihas

সেদিন ছিল সোমবার আগেরদিন সন্ধ্যা থেকে প্রচন্ড বৃষ্টি, সেই সঙ্গে প্রচন্ড জ্বর রাজার। প্রকৃতি যেন কোনো মতে আটকে রাখতে চেষ্টা করছে রাজা কে! কিন্তু সে যে থেমে থাকার মানুষ নয় বাড়িতে সবাই তার মুখেরদিকে তাকিয়ে বসে আছে কখন সে রোজগার করে এনে পরিবারের মুখে হাসি ফোটাবে। দেখতে দেখতে বেলা আটটা বেজেগেল "না! বসে থাকলে তো চলবে না সবাই যে আমার মুখের দিকে চেয়ে বসে আছে" এই মনে মনে ভেবে উচ্চমাধ্যমিক পরীক্ষায় স্কুলের প্রথম হওয়াই যে ছাতাটা সে হেডস্যার এর কাছ থেকে পুরস্কার পেয়েছিল সেই জীর্ণ ছাতাটি নিয়ে সে কাজের সন্ধানে বেরোয়। এক দুর্ঘটনায় তার বা হাতটা অকেজো হয়ে যায় আগে যে  ফলের দোকানে কাজ করতো সেই মালিক তাকে ছাড়িয়ে দিয়েছে ভালো কাজ করতে পারতো না সে! যখন সে রাস্তায় হাঁটতে হাঁটতে বাজার এল তখন বৃষ্টিটা একটু থেমেছে রাজা প্রায় প্রতিটা দোকানের কাছে যার আর বলে "তোমাদের দোকানে কাজের লোক লাগবে গো!! বাড়িতে দুমুঠো খাবার নেই, সবাই না খেয়ে আছে!" কিন্তু তাকে প্রতিবারই নিরাশ হতে হয়, সে ভুলে গিয়েছিল সে গরীব! বড়োলোক দের জন্য বড়ো বড়ো সপিং মল আবার ইন্টারনেট তাদেরকে ফ্রি তে দেওয়া হয় আর গরীব দেরকে একমুঠো ভাতপেতে হলে সকাল থেকে মনীবের বাড়িতে কাজ করতে হয়।

বেলা তখন প্রায় একটা কি দুটো রাজাদের বাড়িতে সেই খাঁকি উর্দি পরা পিওন এসে হাজির রাজার বাবা ও মা তাকেই ওটা পড়ে শোনাতে বলে পড়া হয়ে গেলে পিওন বলে "তোমাদের সুদিন এসেছে গো! এটা রাজার একটা চাকরির চিঠি কালই যেতে হবে ওকে " রাজার মা বাবা ঠাকুর কে বার বার ধন্যবাদ জানায় এতোদিনে ভগবান তাদের দিকে মুখ তুলে ছেয়েছেল তাহলে!! এই কথা বলতে না বলতেই একটা পুলিশের গাড়ি তাদের বাড়ির সামনে এসে দাঁড়ায় রাজার বাবা গাড়ির পেছনে কিযেন একটা লম্বা সাদা কাপড় ঢাকা দেওয়া জিনিস দেখতে পায় তার মা কম্পিত সুরে জিঞ্জেস করে কিহয়েছে? পুলিশটি উত্তরে জানায় তাদের ছেলে একটি লরির সামনে দাঁড়িয়ে আত্মহত্যা করছে! সত্যই তাদের দিন ফিরেছে, সন্ধ্যা হয়ে আসে আরও একটি সূর্যের অস্ত যায়।
লেখা - জীবন পাল

Comments

Popular posts from this blog

Swadinota

The Art of Story-Telling by Richard Steele