Posts

Showing posts from September, 2017

অন্ধকার

কবি:  জীবনানন্দ দাশ সংগ্রহ:   বনলতা সেন গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর চ্ছল চ্ছল শব্দে জেগে উঠলাম আবার; তাকিয়ে দেখলাম পান্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাশার দিকে । ধানসিড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম- পউষের রাতে- কোনদিন আর জাগবো না জেনে কোনদিন জাগবো না আমি- কোনোদিন জাগবো না আর- হে নীল কস্তুরী আভার চাঁদ, তুমি দিনের আলো নও, উদম্য নও, স্বপ্ন নও, হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে, রয়েছে যে অগাধ ঘুম, সে-আস্বাদ নষ্ট করবার মতো শেলতীব্রতা তোমার নেই, তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রণা নও-- জানো না কি চাঁদ, নীল কস্তুরী আভার চাঁদ, জানো না কি নিশীথ, আমি অনেক দিন-- অনেক অনেক দিন অন্ধকারের সারাতসারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাত ভোরের আলোর মুর্খ উচ্ছাসে নিজেকে পৃথিবীর জীব ব'লে বুঝতে পেরেছি আবার, ভয় পেয়েছি, পেয়েছি অসীম দুনির্বার বেদনা; দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে মানুষিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে; আমার সমস্ত হৃদয় ঘৃণায়- বেদনায়- আক্রোশে ভরে গিয়

স্বপ্নস্তব - Swapnostob

Image
নাম না জানা এক দ্বীপে দাঁড়িয়ে রয়েছি আমি! চারিদিকে শুধু বিশাল সফেন জলরাশি, মনে মনে ভাবি এই বুঝি পৌঁছে গেলাম ব্যাঙ্গমা ব্যাঙ্গমির দেশে। হটাৎ একাটা অযান্ত্রিক শব্দে জেগে উঠি আমি, ঘড়ির কাঁটায় দেখি তখন ভোর পাঁচটা এক মূহুর্তের মধ্যে নিজেকে কীভাবে ওই স্বপ্নের জগত থেকে আলাদা করে দিয়েছি আমি অজান্তেই, আর বুঝি বোধ হয় ওই স্বপ্নের দেশে যাওয়া হল না যেখানে স্বাধীনতা নামে কোন অ-স্বাধীনতা বার বার স্বপ্নউড়ান এর স্বপ্ন থাকবেন না থাকবে শুধু আমি আর..... লেখা - জীবন