স্বপ্নস্তব - Swapnostob
নাম না জানা এক দ্বীপে দাঁড়িয়ে রয়েছি আমি!
চারিদিকে শুধু বিশাল সফেন জলরাশি,
মনে মনে ভাবি
এই বুঝি পৌঁছে গেলাম ব্যাঙ্গমা ব্যাঙ্গমির দেশে।
হটাৎ একাটা অযান্ত্রিক শব্দে জেগে উঠি
আমি,
ঘড়ির কাঁটায় দেখি তখন ভোর পাঁচটা
এক মূহুর্তের মধ্যে নিজেকে কীভাবে
ওই স্বপ্নের জগত থেকে আলাদা করে
দিয়েছি আমি অজান্তেই,
আর বুঝি বোধ হয় ওই স্বপ্নের দেশে যাওয়া হল না
যেখানে স্বাধীনতা নামে কোন অ-স্বাধীনতা
বার বার স্বপ্নউড়ান এর স্বপ্ন থাকবেন না
থাকবে শুধু আমি আর.....
লেখা - জীবন
Comments
Post a Comment