আমাদের জীবন - Amader Jibon
"" সব বান্ধবীদের বলতে শুনি, “তোমরা ছেলেদের জীবন কত্ত ভালো, ইচ্ছেমত ঘুরতে পারো, আড্ডা দিতে পারো স্বাধীনভাবে যা ইচ্ছা করতে পারো, কোন বাধা নিষেধ নেই। আর আমরা মেয়েদের বেলায় যত নিয়ম-কানুন” আজ কিছু কথা বলি, তা পড়ে হয়তো ছেলেদের জীবন সম্পর্কে তোদের ধারণা পাল্টাতে পারে। স্বাধীনতা, আড্ডা, ঘুরাঘুরি এগুলো ছেলেদের জীবন নয়। ছেলেদের জীবন মানে একটা সংগ্রাম, একটা গল্প, অনেক ত্যাগ। জন্মের পর থেকে ছেলেদের মাথায় প্রতিষ্ঠিত হওয়ার বীজ ঢুকিয়ে দেয়া হয়, প্রতিষ্ঠিত হতে না পারলে সমাজে মর্যাদা থাকবে না, ভালো চাকরী পাওয়া যাবেনা, কোন বাবা তার মেয়েকে বিয়ে দিবেনা। ছেলেরা পরীক্ষার খাতায় ফেল করলে তাকে সংসারের হাল ধরতে হয়, আর মেয়েরা ফেল করলে সহজ সমাধান তাদের বিয়ে দেয়া হয়। মেয়েরা সুন্দরী হলেই তার জন্য রয়েছে প্রতিষ্ঠিত ডাক্তার, ইঞ্জিনিয়ার। আর ছেলেদের ক্ষেত্রে সৌন্দর্য হল টাকা। টাকা থাকলে তার জন্য রয়েছে হাজারো দোকানের কাজ আর টাকা না থাকলে পাড়ার কাজের মেয়েটাও ফিরে তাকায়না আজকাল টাকা ছাড়া “সুইটি বেবি” টাও পাশে থাকেনা। বেবির জন্মদিন আসলেই দিতে হয় হাজ...